আসমানী ধূসরতা জাগিয়েছে সংগ্রাম মুখ,
তোমার সিঁদুরে লেগে আছে বঞ্চনা।
আমি ঘুমিয়ে থাকব, বিষাদে বা কান্নাহাসিতে।
কষ্ট পাওয়ার জন্যই এজন্ম। এই মহাকাল।
বিশ্বব্রহ্মান্ডও সুখে নেই।
অসুখ করেছে মহাবিশ্বে।
তার মাঝেই তোমার হাসি মুখ
আমার ভালোবাসা
আমার সম্মান
আমার ইচ্ছাস্বপ্ন।


ধূসরতা থেকে কালো পেরিয়ে রামধনুপথ
আমায় ঘুমে নয় বাস্তবে ডাকছে।
তুমি কী সে সব দেখতে পাও না ইচ্ছেনদী...