জেগে ওঠে সুন্দর কিছু কথা,
জেগে ওঠে নীরব নীরবতা।

প্রাণহীন প্রাণের দল
ধীরে ধীরে জেগে ওঠে
স্বপ্নের এই দুনিয়ায়।

এই দুনিয়ায়, ভালোবেসে।