মেঘের সাথে কথা এখন হয় না।
বৃষ্টি বন্যা করে যাচ্ছে আয়ুপথ,
খাবারের অনুপ্রাস।


মেঘ এখন তার রূপরসে জাগছে,
বিস্তীর্ণ স্বপ্নরা ভেসেছে তিস্তায়।


এই সময় তোমরা কাব্যি করো না।
এই সময় একটু একা থাকতে দাও।
জীবনটা সাহিত্য নয়।
জীবনটা জীবন।


অবুঝ থাকতে ভালো লাগে,
ভালোবাসতে ভালো লাগে,
মেঘের সাথে কথা না বলেই ভালো আছি।


ভাসুক জনপদ।
বৃষ্টির ভয়ংকর রূপ দেখুক দুনিয়া।


প্লাবনবাসী অঞ্চল বুঝুক
আমারও কতটা দুঃখ আছে।
সবটুকু মেঘের নয়।
জীবনটা শুধুমাত্র পুরুষের নয়,
জীবনটা নারীরও।
জীবনটা স্নিগ্ধতারও...