ভাত উপুড় দিলাম আজও।


আজ আর মনে পড়েনি তোকে
কাল কথা বললাম, মন।
কুয়াশা চুল পেরিয়ে চোখের নূপুর
ঠোঁটের পায়েলে দুলকি কবিতা
টিশার্টে জমিয়ে দ্যায় বন্যাবই।


আজ মনে পড়েনি কেন জানতে চাইবি নাহ?


মাদল পুরুলিয়ার গন্ধে ময়ূর নেমেছে
নীল আকাশে সূর্যই বাসন্তীরঙা
মেঘ পেরিয়ে তুইই বাসন্তী দুর্গা।


মন বোঝে না অকালবোধনে তিস্তা হাসতে থাকে,
ফিরে আসে ছোটবেলার প্রথম চুমু গন্ধ
আর তোর বিন্দু আনন্দের নৌকোসুখ।


ভাত উপুড় দেবো কালও...