রাস্তার মাঝ দিয়ে যে প্রেম উড়ে চলেছে,
তাকে মুহূর্তবন্দী করে দেখলাম।
হলুদ সকালের মতো সন্ধ্যা চোখ
গ্রাস করল আমার ভালোবাসাকে।
এক মুহূর্তে রবীন্দ্রনাথ ভুলে
অর্পিতা,
তোমার চোখে বাস করতে শুরু করলাম।


কিছুকাল পরে বুঝলাম তুমিও রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ সকলের অন্তরে
স্থায়ী হয়েছে পাখির নীড়ের মতোই।


ক্ষণিক।
তবে সে আছে।
ঈশ্বরের মতো।


অর্পিতা, তুমিও রবীন্দ্রনাথ
আবার তোমার কাছে আমিও রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ আসলে ওষুধ।
প্রেমের ওষুধ, প্রাণের উপশম।


ভালোবাসার অনেক অনেক গভীরে
লুকিয়ে রয়েছে অর্পিতা।
না না, সে তো রবীন্দ্রনাথই


আকাশ কালো করে আসছে,
বৃষ্টি নামবে।


আজ তোরা যাসনে ঘরের বাহিরে...
আবৃত্তি করতে করতে কখন যে এসপ্লানেডের মোড়ে
হারিয়ে গেলাম!


কেউ খবর পেলে জানিও কেসি দাসের মিষ্টির দোকানের পাশে
চানাচুরওয়ালাকে।


অর্পিতা তুমি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তুমি তো আমি।