অন্ধকার গলির সামনে রক্তাক্ত পান্ডুলিপিকে
মনের ভিতর লুকোতে গেলেই
জাতিস্মর জন্মায় কলম বারান্দায়।

পান্ডুলিপির রক্ত মাখা হাতে
আয়নার সামনে দাঁড়ালেই
দীর্ঘ চুল, সাদাফ্রেঞ্চ কাট মুখ
ব্রিটিশ সাম্রাজ্যের কামান
টিপুসুলতানের দেশপ্রেমে
শেষপ্রেম হয়ে দাঁড়ায়।

এসো, আমরা জেগে থাকা রাতে
ছড়িয়ে দিই জোনাকি পাতা।
বিশুদ্ধ জল জ্যোৎস্নায়
কবিতার ভ্রূণ রমন চাইছে পাঠকের মনে।