নতুন নতুন ঢেউ লেগেছে বীজগন্ধে।
নতুনের আশা,
প্রত্যাশার ফুলফল আর মুগ্ধতা।
এসব গুছিয়ে রেখে
ঘর ছেড়ে ঘুরে আসতে হয়
দয়াদাক্ষিণ্যের অরণ্যে।
অরণ্যের মানুষমুখ
গাছেদের কথা বলে না,
কেবলই নিজের গুহার গন্ধ
ছড়িয়ে দিতে চায়
আলস্য জীবনে।


চুপ করে বসে থাকি কবিতাবিছানায়।
একটা ছন্দ বালিশ
উপহার দিয়েছিল নীলকণ্ঠ।


সেই নীলকণ্ঠ কি পথ ভুলেছে
দূষিত আতসবাজির ভিড়ে...