মেঘেরা সাদা ভূত হয় জোনাকি রাতে
শিক্ষক যেমন ভূত হয়ে ওঠে হলে
বা প্রেম স্থলে।
নিম্ন গতির অববাহিকায় হাওয়ারা জাগে এমন করেই,
অথবা লোর্ডশেডিংয়ের কার্নিশে।
ছোট মেয়েটি হেঁটে যায়।
এমন করেই বাসাহীন রাতে,
প্রভাত পাখিদের সাথে যে যুগল ঘুমাতে যায়
তাদের ঘুমে আর ভূত আসে না অমাবস্যার।


চারিদিকে খুশির চাঁদ দেখতে পেলে ভূত নয় ভবিষ্যতের আজান  কথাও ভেবো।
পুরোহিত মসজিদে বা গীর্জায় প্রার্থনা না করলে
এই মহাপ্রলয় থামবে না। মানুষের গলায় বড্ড বিষ জমেছে।