নীল পাখির ডানা
বিশ্রামের আদি দিগন্ত পেরিয়ে
উপলব্ধি করেছে
প্রথম ঘর
জীবন্ত স্বপ্ন
প্রাসঙ্গিক আলাস্কাতেই।

বিশ্রাম নিতে হলে
ফিরতেই হবে শৈলচূড়ায়।

ফিরতেই হবে,
করলা নদীর শব্দে।