নীলাকাশ ধূসর হয়নি।

ট্রেন গন্তব্যগামী।
অনেক ছাপানো বই
মুখ দেখেনি পাঠকের।

ডিজে শব্দ উচ্চগ্রামে
স্পর্শ করেনি লতা মায়ের স্বর।
ত্যাগেই আসে শিল্প সাধনার উৎকর্ষ...
মোবাইল যুগ থাকুক আঁধারেই।
চলুক রিয়েলিটি ট্যালেন্ট হান্ট।

যোগ্যতায় লেগেছে গ্রহণ।
সুরওয়ালার দল স্ট্যাটাসে রিপ লিখে
জমিয়ে মাংস ভাত খাচ্ছে
কারণ আজ বিসর্জন।

সরস্বতী পুজোর বিসর্জন...