অন্ধকার রাত শেষ হয় ট্রাপিজের খেলায়
হেঁটে চলে দুটি হাত, ভালোবাসার মেলায়।


তাবু লেগে আছে সার্কাসে, উৎসাহ কলকাতায়
শীত কলকাতায় লেগে চুমু, আমাদের মাথায়।


রবীন্দ্রনাথ হেঁটে চলে আমাদের সাথে আজও
বার্ষিকী বিবাহের হলেও জন্মদিন বিয়ের সাজও।


অভিজ্ঞতার সাথেই লেগে থাক বড়দিনের তুমি
দুজনের গীটার বাজে আদুরে শহরই স্বপ্নভূমি।


অযথা নয় সব কিছু, শুভেচ্ছারা লেগে এ বুকে
আমরা দুজন হেঁটে যাবো, সাতজন্মের সুখে।


নতুন এক ভাষা শিখে নিয়েছি প্রেমের দিনে
কবিতা থেকে বাস্তবে নিয়েছি তোমায় চিনে।