সময় যেমনই হোক
আমার ছেলে যত আমাকে ইউকের কথা বলে
তত আমার চোখে করলা ভেসে ওঠে।
কেমন করে জানি না,
আরও অনেকটা সময় কিং সাহেবের ঘাটে
বসে থাকতে ইচ্ছা করে।
কলকাতার ফ্ল্যাটের আলো অন্ধকার
দমবন্ধ মনে হয়,
দূষিত লাগে।
মনে হয় গিলে খাচ্ছে আমার অজান্তে।


গাছের আদর নেই এখানে
মানুষের দল কেন জানি না,
নস্টালজিয়া।


অনেক কিছু করার ক্ষিদে
আমাকে ঘুমাতে দিচ্ছে না সাদা চুলে।
ল্যাপটপ যতবার খারাপ হচ্ছে
ব্ল্যাকমেলের মতো
রক্ত মাথায় চেপে যাচ্ছে।
নীলকণ্ঠ পাখি, মাছরাঙার মতোই ডাকছে।
আয়, আয়, আয়
ব্ল্যাকআউটের পৃথিবীতে
অরণ্যের বুকে একবার দুহাত তুলে
চিৎকার করে বল
আমি মানুষ, আমি একজন উন্মুক্ত
স্বাধীন মানুষ।