বৃষ্টি যখনই নামুক,
মনে পড়ে যাবি তুই,
আজও খাঁচার সামনে
তোকেই রোজ ছুঁই।


রাজনীতির এ দিনে
নাই বা হলাম কবি,
জানা অজানার মাঝে
মনেই রয়েছে ছবি।


দীর্ঘ যাপনের আগে
কত কথা উড়েছে,
তোর কামড় আজও
আমার মনেতে ধরেছিল।


স্নানের সময় ছপফটানি
পালক শুকোনোর দিন,
আজও মনের গভীরে
রয়ে গেছে সব রঙিন।


চলে যায় মানুষ
রয়ে যায় স্মৃতি,
দু চোখে জল
জীবনই আবৃত্তি।


পাখি জন্ম নয়
মানুষ হয়ে ফিরিস,
সে জন্মেও আবার
এ হাতটি ধরিস।


রয়ে যাবি চিরটিকাল
ভালো থাকিস ববি,
সে জন্মে আমি পাখি
তুই তখন মস্ত কবি।