ক্লান্তিহীন বসে আছি রহস্যের এপারে। বটসময় ধরে।
তোমার ধ্যান চোখের স্নিগ্ধতা স্পর্শ করছে আমায়, অমরত্ব...
বিশ্বাসের জটায় লেগে থাকা গঙ্গা অথবা চাঁদ
সবই তো চলন্ত গ্রহের ঘূর্ণন অথবা গতি আধুনিকতা।
ক্লান্তিহীন আমি দ্বিতীয় খন্ড পড়ছি উপন্যাসের,
তুমি ভেবে নিয়েছো এরপর সংকলিত কোনও কাব্যগ্রন্থে
তোমায় আদর দেবো, অথবা পরিহাস।


এর পরের গ্রন্থটি আরও প্রাচীন, পুরাতন, ধ্যানযোগের
স্পর্শজ্ঞান অপেক্ষারত, তোমার গহীনের জ্যোতি সংগ্রহে
এসো একদিন সূর্যস্নানে।


সঙ্গমের সাক্ষী হবে প্রকৃতি।