নক্ষত্র জমেছে আদিম ঘরে, অগোছালো দেশ নামের সংসারে।
দাদা, ভাই-বোন, আরব্য রজনী পেরিয়ে তোমার অরুণাঞ্জলি
স্পর্শ করতেই নদী হয়েছে আকাশ, আকাশ পাহাড়ের মেঘ,
মেঘ দেখা করতে আসছে জলবায়ুর আষাঢ় স্রোতে। তুমি এসব
পেরিয়ে আজন্মকাল কাকে অনুভব করতে চাও। জীবন।


এসো বুঝিয়ে দিই সমগ্র ভুলের শেষে আদর্শ উপন্যাসকথা...
এসো স্পর্শ করি না-পাওয়ার ঠিকানা।


তোমার চোখে পরমাণু জেগে উঠছে, বৃষ্টিকরবী।