খুশিচোখের চুমুক সকাল পেরিয়ে
নদী গন্ধের শ্রাবণ নামছে ক্ষুধায়।
সব ঝুট হ্যায় শব্দে ভুলছি আলপথ
ছোট্ট শিশু জানে না মৃত আঁচলকথা।
খেলার ছলে স্পর্শ করছে তেলের শিশি।


এটুকু দেখেই মশারিতে অপেক্ষা, সুন্দরবনে।
বিদ্যুৎ বা ডাক্তার নয়, কেবল অন্ন বস্ত্র
কেবল বাঁচার জন্য লড়াই। সব শেষ নয়।
ঘর আবার উঠবেই, বাঁধ হবেই স্বপ্নের।


আকাশ পথের মুখগুলো গ্রাউন্ড জিরো
বুঝতে চায় না। বোঝে ভোট।
যেমন আমি গুছিয়ে জামাইষষ্ঠী খাচ্ছি
অতৃপ্ত ভালোবাসার রেড রোডে।