তুমি তখন গাইছো, “...সব যে হয়ে গেল কালো...”
অজস্র নেতিবাচক কাব্যপাহাড় তোমার সমস্তশরীরে।
তুমি তো আলো দেখতে পাচ্ছো না।
তুমি তখন কুন্তী সেজে রাজকার্যের ভ্রমে, আহত পাখি।


আহত তো সকলেই হয়
কলমে বা যুদ্ধে বা শব্দে।
তবু মনে করি কলম কখনই অস্ত্র নয় এ মহাজীবনে...
বাস্তবের চালচিত্র অনেকটাই ভিন্ন, বিবিধ।


তোমার মৃত্যুতে তাই কবিতা লিখব না,
গান গাইব না
মোমবাতি জ্বালাবো না
দেহদান করতে নিয়েও যাবো না।


অনেকটা সময় বসে থাকবো তোমায় নিয়ে চাঁদের কোন এক শহরে...