সেই ছাতা
হারিয়েছে বলেই
নতুন করে পুরোনো স্মৃতি,
জীবনপ্রবাহ
মনে পড়ে।

হারানো ভালো
স্মৃতিরা প্রাণ পায়।