ছেলেটা ছোট্ট ছিলো, সাজিয়ে দিতাম মোজা
এখন ছবিকল্পের স্মৃতি, পুরোনো দিন খোঁজা।


ছেলেটা বড় হলো, পায় অনেক উপহার প্রিয়
বৃদ্ধ বয়সে দাদু, নাতি, স্নেহ এটুকুই উত্তরীয়।


ভালো খোঁজার মাঝে নলেন গুড়ের সন্দেশ
মোয়া জুড়ে গন্ধ, ক্রিসমাস রাস্তা লাগছে বেশ।


নিছকই বেঁচে থাকা, ক্রিসমাস বুড়ো আমি
একদিন ঝোলা নিয়ে নামব, বাকি অন্তর্যামী।


ছেলেটা অনেক বড়, অনেক দূরের দেশে
মেরি ক্রিসমাস পাঠাই, ভিডিও কলের রেশে।


চোখে জল লুকিয়ে রাখি, কেরিয়ার আগে
বুড়ো বয়সে একাকীত্ব এভাবেই জাগে।


তবু আমার ছেলে আজও মোজার সামনে
হেসে বলে, ফিরছি আমি বাবা, পৌষপার্বণে।