অনেককাল ভালোবেসে কেউ খেতে দেয়নি, মা ছাড়া
খাওয়া বা খাওয়ানোর মধ্যে বাঙালিয়ানা লুকিয়ে
রহস্যকালে।
এ রহস্য বাংলাজন্ম ছাড়া বুঝতাম না,
তুমি আদর করে সাজিয়ে দিলে
আমার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য...


সন্ন্যাস নেওয়ার আগে ফিরে তো আসবোই
প্রণাম নয়,
তোমায় পুজো করবো মাতৃরূপে
অবহেলিত নারীর মধ্যেই দুর্গা থাকে, সংগোপনে।