বৃষ্টি অজস্রধারায় নেমে আসছে গভীর বুকে
কতকাল ঘুম স্পর্শ করেনি এ নদী।
বেদনা বয়ে চলেছে ভাতের হাড়ি
শৈশব বলে কিছু নেই
এ শ্মশান গন্ধে।


মৃত্যু আবিষ্কার করেছি পাহাড় চূড়ায়


সমুদ্র মন্থন নিষ্প্রয়োজন
চুল্লীর উত্তাপে।