রহস্য পুকুরের সামনে কোন ভয় নেই।
ভয় পেয়ে কী হবে!
মৃত্যু অনেকবার দেখেছি,
মরতেও ভয় নেই।
এসো মহাকাল, সহজভাষায় জীর্ণ হোক
এই অহংকার।


তবু বলব নিভে যাওয়ার আগে
শেষ উচ্চারণ বাংলায় হবে।
দাবদাহ থেকে বৃষ্টি পেরিয়ে
শরতের দুর্গা, হেমন্ত গোধূলি
শেষে শীতের জীর্ণতায়
খুঁজে পেয়েছে একুশের বসন্ত বাংলা।


এসো ভূত, ভবিষ্যৎ
দাহ করো আমার চোখকথা,
স্রোতকান্না নয়
সাগর লেগেছে আমার ঠোঁটে
রহস্যঘ্রাণে উজ্জীবিত হচ্ছি
শেষ ভারতবর্ষে।