আস্থাহীন আকাশ জেগে আছে নৈঃশব্দের অলিন্দে
তুমিও খুঁজে নিয়েছো নানাবিধ আকাশগঙ্গার ধুলোবালি
চেঁচিয়ে মিলিত হওয়া কুকুরগুলো জানে না সভ্যতা
বিড়ালেরাও দাঁড়িয়ে থাকে আদিম অমরত্বের তাগিদে
প্রভুর চোখ এখনও সজীব, সবুজ গাছের জন্ম হবে
যতই তোমরা পুজোর আগে রাস্তা সাফ করো
অথবা
আফিমের মিডিয়ায় আমাজন বলে চেঁচিয়ে ওঠো, মন।


বড্ড ক্লান্তি ট্রাইগ্লিসারয়েড আলিঙ্গন করছে কোলেস্ট্রলকে
বিপি কমছে না চাঁদের বুকে
চাঁদে আজও প্রেম করে কৃষ্ণ-রাধা, লায়লা-মজনু।


শেষ হয়নি, চাঁদে আমার ও তোমারও বসবাস...