একটা চমৎকার হবেই।
ধ্রুবতারা পথ দেখাবে
মাথা খারাপের সংসারে।
চমৎকার হতেই হবে।
চমৎকার না হলে,
প্রার্থনার শহর, হাসবে কিভাবে!
নতুন সকালে,
নতুন বছরের গীর্জার যীশুমুখে।
একটা চমৎকারের আশায়
বিশ্বাস করতে বাধ্য হব সকলে
বদলে যাবে অনেকগুলো অসুখ,
অসুস্থমুখ, মানুষের কষ্ট।


অর্থনীতি কখনই রাজনীতির সাথে হাত মিলিয়ে
আমাদের থমকে দিতে পারে না।


চমৎকার একটা হবে,
সকলে চাকরি পাবে,
সুস্থ হবে,
পায়ের তলায় সর্ষে নিয়ে
বেড়াতে যাবে।


চমৎকার হবে বলেই
আজও লিখছি, চেষ্টাটুকু করছি
আদিম গুহার ভিতর
ভবিষ্যৎ আঁকতে আঁকতে...