বিষণ্ণ ভ্যাকসিন নিয়ে বসে পাহাড় কার্নিশে
তোমার গলার স্বরেও লেগেছে মায়া
কল্পনা আদর পেরিয়ে
অর্কিডের অক্সিজেনে লাগাছো ঝরনা জল।
চন্দ্রযানের মতো হবে না তো
স্বাধীনতা দিবসে!


গুহার শব্দরা বড্ড ম্লান, লামার চোখে
হাজার বছরে শান্তি ।
রোগ জ্বরা ভুলে
একবার পদ্মাসনে বসে না মোবাইলজীবী।


ভালোবাসার আত্মবোধন বদলাবেই,
পেরিয়ে যেতে হবে চিন দেশে
দীপঙ্কর অতীশের অভিসারে...