মেঘলা কণ্ঠ আর নাগরিক মন সুহৃদপুরে
শ্রাবণের বাইশে জেগে উঠবে, অমৃতাক্ষর।
জেগে-রেগে-হেঁটে যায় বাউলিয়া মেঠো পা।
চোখের সাগরে তোমার শরীর বিটোফেন ছন্দে
তাগিদ অনুভূত বিখ্যাত হওয়ার ছন্দে কফি হাউসে
খুঁজে নিতে চায়, না খোঁজার আবিষ্কার বা আসন।
লিখিত দলিলে চিরতরের ভাষা সম্পদ লক্ষ্যে
কুঁড়ে ঘরও নির্মাণ করা যায় না সমুদ্রের গাঙচিল
সমুদ্র ফিরিয়ে দেয় জীবনপ্রবাহে নুড়ি-পাথর।
খবর পেলাম সব কাব্য ফিরিয়ে দেবে অন্যজন্মে...


এ জন্মে রাবণের চিতা জ্বলছে নন্দন চত্বরে,
মন, এসো হেঁটে। বৃষ্টি বুকে অভিমানী সাগর
অপেক্ষায় চুল্লি ঘ্রাণ...