কবিতার শব্দরা কফিনশয্যা পেলে
পুরস্কার ফুটে ওঠে জ্যোৎস্নায়।

চাঁদ ডেকে ওঠে
কামরাঙার স্বাদে
কাসন্দি ভোরে
স্লেট পাহাড়,
সাজানো কিশোর উপন্যাস
আর লেখক
বৃদ্ধ হাতে
খুঁজে নিচ্ছে ঐতিহ্য।

কফিনশয্যা চাঁদ নয়
এপিটাফ খোঁজে।
চাঁদ আলো ঠোঁটে লাগে কফি মাগের সামনে।