অনেককাল মনের ভুলকে গোলাপ ভেবেছি
গায়ের শ্যাওলাকে অলংকার মেনেছি খরস্রোতা।
জল তিস্তার উচ্চারিত কুয়াশায় টয়ট্রেন ভাসে
আমিও বেছেনি উচ্চারিত আগুনমন, অসীমে...
আশ্রয় তো লোকের কাছে, আমার কাছে আধার
অবিরত তোমার জন্যই দাঁড়িয়ে আছি হিমশৈলী,
তোমার শরীরে রোদের চিকন আলোর রামধনু
আমার জীবিত শ্রদ্ধাকে পুলকিত করে, উত্তরে
কী ছিলুম থেকে কাঞ্চা হয়ে ওঠার চুরুট পথে
বার বার তোমাকেই দেখি কাঞ্চনজঙ্ঘা, প্রেমে।
তোমার জন্য বারংবার বার্ধক্য পেরিয়ে আমি
যুবক হয়ে উঠি বালাইষাটের চোখ-বাবরে, সু


এসো আজ রাতে সঙ্গম করি, কাল যে জন্মাবে—
তার নাম দেবো কবিতা।