প্রতিবাদ ক্রিমরোলও করে।
নরম মন, উপরের খাস্তা ভাব
জানিয়ে দ্যায় সে পিৎজা নয়
সে নিজের চরিত্র বিলাসী।


নিজ চোখে অরণ্যঘর তৈরি জন্য
বুকের বাঁদিকে, অ্যাকুরিয়াম সাক্ষী রেখে
জন্ম দেয় সম্পর্কের অমৃত বন্ধন।


কুয়াশা রাতে, নরম মনে, দৃঢ় চোখে
পথিককে বলে দেয়
চরৈবেতি।


ক্রিম রোলে জন্ম নিচ্ছে কাব্যস্বাদ
অনেক কাল পরে তাই পরিচিত হবে
জন্মান্তরে প্রথম কাব্যগ্রন্থ নামে।