গাছটা শুকিয়েছে।
তবু আশা, জল দিলে
জেগে উঠবে নতুন স্বপ্ন।
স্বপ্নরাই বাঁচিয়ে রাখে
দুর্বল কবিতার মাঝে
পাঠকস্পর্শ উপন্যাসকে
কবিতার মতো।

এসো, নিবিড় তর্কের মাঝে
সাইকেলের চাকায়
সূর্য দেখি।

সেই ভাঙা সাইকেলের স্পোকে
লেগে আছে গীটার সুর,
প্লেকট্রাম হাতে ফিরছি
ঠোঁটে তোমার গন্ধ সিগার
জাগিয়ে তুলছে
জীবনের জ্বলন্ত আগ্নেয়গিরিকে...