কাজিরাঙ্গার ওয়াচ টাওয়ারে ধূম লেগেছে—অমলতাম।
এখানে এলো চুল, কাজল চোখ, ঠোঁট আভারা
মিলিয়ে যাচ্ছে এক শৃঙ্গ গন্ডারের চাহুনিতে,
ভোট বাক্স নিয়ে বসে থাকা প্রিসাইডিং অফিসার
যেমন ভাবে, কখন বাড়ি ফিরব
ঐ গন্ডারও ভাবছে, কখন আমার সন্তান বড় হবে...


সকলেই ভবিষ্যতের দিকে তাকি ভালোবাসাকে ভালোবাসে।


ঐ যেমন তুমি ভালোবাসো বলেই বলেছো
‘হেট ইউ’
আমি রাগ করিনি, বরঞ্চ আরও ভালোবেসেছি।


ভোট যায়, ভোট আসে।
প্রিসাইডিং অফিসার আঙুল দাগ আরও ভালোবাসে...