ভিজে যাচ্ছে পিচ রাস্তার আঁকিবুকি ছবি


বৃষ্টি দিনে সব বাঙালি একরকমের কবি।


আদিম আলো লুকিয়ে রাখে আলিয়া রোজ


অসমাপ্ত জীবন জানে নেইখানারই খোঁজ।


শুধুমাত্র জানতে চাইছি কোথায় মেঘের বাড়ি


ছন্দটাতো মরশুমি ম, টালা-ব্রিজ বন্ধও লরি।


ডানলপেতে কার বাড়ি মা, বলতে পারো কিছু


বৃষ্টি মাখে পুজোবার্ষিকী, উহু মেসেঞ্জারে পুচু।


ম্যাচিং ব্লাউজটা, জুতোর সাথে বড্ডরকম যায়


সোজা কথার লেখারাই আজও বাঙালি খায়।


সেসব কথা লিখেই লাইক অনেক দূর যায়


বৃষ্টি লুকের সেল্ফিটাও আমার সুন্দরী প্রত্যয়...


এই বৃষ্টিতে নাজেহাল মধ্যবিত্তের কলকাতা


রেনি ডে বলে লোকজন, দুর্বোধ্য চুমুর খাতা।