চুরি হয়ে যাওয়া সময়ের মাঝে
চুমুকাল শুয়ে আছে বিদ্ধ হয়ে।
কত অজানা সত্য, স্নিগ্ধতার ঢেউ
নোনা চোখের কোণে ভেসেছে।
হেঁটে যাওয়া জোয়ার জলে
চুলের গন্ধ স্পর্শ লুকিয়ে তিস্তা...

এখনও আমার কথা একবারও মনে পড়ে!
তিস্তা নামের সেই ছোট্ট কৃষ্ণকলি
আয়ুপথে জেগে আছে মাস্তুলের মতোই।

চুরি হয়ে যাওয়া চুমু,
আজও বাঁচিয়ে রেখেছে
এই নির্বাসনের দ্বীপে।