দ্বীপান্তরিত নীলাকাশে
জেগে ওঠে অবকাশ শৈশব।
মূর্তি নদীর বহমানতা।

সমুদ্রেই মিশেছে সেই নৌকোস্বপ্ন,
এখন সমুদ্র নোনা,
এখন অপেক্ষা স্মৃতি।

কবিতার শেষ ছন্দ ভাসিয়েছি সমুদ্রচিহ্নে।

জাহাজ আসে, দূরে নোঙর করে
চলে যায়।

আগুন নিভিয়ে রাখি যাতে বুঝতে না পারে
এই দ্বীপে বসবাস করে
এক কবি,
দ্বীপান্তরিত।

নির্বাসিত কবিতার গর্ভযন্ত্রণায়...