আজ কোথায় গাড়িটা খারাপ হলো—
সরষে ক্ষেতের পাশে, যেখানে তোমার চুল
জ্যোৎস্না পেরিয়ে ত্রিরঙ্গা স্পর্শ করছে
বন্দেমাতারামের সুরে।


ভোর হবে হবে,
নেতাজীর ছবি আর মূর্তির ধুলোরা
পরিবেশে ছুটির ঘন্টা, দেশাত্মবোধ,
জাগাবে খেজুর রসের ভোরে।


ডাবওয়ালা, আখওয়ালারা সে সব জানে না
ফেরি করছে।
জীবন জানে শুধু রক্ত ব্যয় করলে আয় হবে—
ভাত আর সন্তানের মুখে হাসি জুটবে ভারতবর্ষে।
সে পথেই এয়ারকান্ডিশনের ইন্ডিয়ায়—
মস্তিষ্ক ব্যয় করে আজ যে অ্যানিমেশনটা বানালাম
তা এক বছর পর মেমরি হয়ে ফিরবে
ভারতবর্ষে জন্মাবে এক নেতা...


আচ্ছা যারা রোজ দল পাল্টায় আর গালি দেয়
তাদের একজনও কী অন্তরীণ হয়ে
সিঙ্গাপুরের মতোই আলাস্কাতে গিয়ে
ঘোষণা করতে পারে না!
একটা দেশ উপহার দেব, যার ধর্ম হবে- মানবতা
ফৌজের নাম হবে আজাদ মানব...