দ্বাদ্বশিতে শুরু হয় পুজো
দুগ্গা পুজো।
ফিরে আসি কাশর বাজিয়ে বাড়ি
এরপর বাবার চাষ, সংসারি।


হাসি ফিরতে পারত এভাবে
এ বছর বাবা ফিরল না।
হাসপাতালে জ্বরে ভর্তি
টেস্ট নেগেটিভ ।


বলল বড় হয়ে যেতে
ঢাক আর লক্ষ্মীপুজো
তারপর কালীপুজো।
এ শহরের ব্যবসা, শিক্ষিত বিজ্ঞাপন
কিছু বোঝে না।


ভাত আকর্ষণে পুজোকেই ছুঁলো।