ইতিউতি শহর গ্রামে হাসি নেমেছে।
ঘাম শেষের মিলিত সৌখিন হাসি,
ভালোবাসা আর একটু দুষ্টুমির ভিড়
জাগিয়েছে খোলা চুলে মনের আর্তি.
আশা ভরা অলৌকিক সন্ধ্যার আলো।


আলো নামছে শহুরে রাজপথে
মানুষ অথবা ঐশ্বর্য
ভয়ের গলি দিয়েই হীরাপথ
খুঁজে নিচ্ছে আতস কাচে।


আজ টিভিতে দেখেছি পার্বণ মাকে
আমার মা সে সব দেখছিল,


এসব ইতিহাস স্মৃতি আরও বহুকাল
বাঁচার মন্ত্র দেবে।


মন, তুমি হাতটা ধরবে তো ঢাক শব্দের জন্য।