অল্পতে মন ভরেনি।
ট্রেনে তাই বসার স্থানটা ফাঁকা রেখে
দাঁড়িয়ে থাকলো দরজার কাছে।
মন ভরে গেলে তো
দিব্য ঘুম দিতো
বঁনগা লোকালে।

ব্যাগ ভর্তি স্বপ্ন রয়েছে,
দাবী একটাই
একটা সার্থক কবিতা
লিখতে না পারলে
আজ জ্বালিয়ে দেবে ডায়েরি।

ডায়েরি ভর্তি কবিতা।

দিনটা মনে পড়ে গেলো
যখন অ্যাপে লিখে রাখা এক বছরের কবিতা
সব ডিলিট হয়ে গেলো।

সার্থক কবিতা লিখতে গেলে
ফিরে যেতে হবে
আম ভেঁপুর দুপুরে
ঢিসুম ঢিসুম করে খেলতে হবে
কানামাছি। কুমীর ডাঙা।
কবিতার সার্থকতা লুকিয়ে
ভাই বোনের সে সব দিনে।
সবাই কী আর কঠিন বস্তুতে
সার্থকতার নরম বীজ খুঁজে পায়!