এই রক্তক্ষেত্র আমার, বারুদ গন্ধ,
প্রিয়জনের কান্না সব আমার, আমাদের।
দায়ভার নিতে হবেই আমাকে, কিসের দোষারোপ
গণতন্ত্রের দায় তো আমাদেরই।
রাজনৈতিক গদি তো ঘৃণার লালা মাখাবে
দোষবিড়ালের গায়ে। বাঘ হতে চায় যে মসনদে।
বিড়াল কি কখনও বাঘ হতে পারে!
সেই মিউট্যান্ট জিন এখন কাল্পনিক।


মানুষের জন্য কিচ্ছু করতে পারছি না এ জন্মে।
এ জন্ম শুধু পালিয়ে পালিয়ে কচ্ছপ হয়ে
ললিপপ খেয়েই মরে যাবো।


বিশ্বাস করুন বলব না এই রক্তক্ষেত্র আমার নয়
বলব, ঈশ্বর, আল্লা, ভগবান
কত পাপ করলে জন্ম হয়
মানুষের কবিতায়!