ফিরে আসি শহুরে গন্ধে, নাবিক মনটা বুকেতে নিয়ে
ঘ্রাণ নেবো বাংলা ভাষার, কলম ভিজিয়ে।
এক জীবন।
দৃষ্টিছুট সেই শৈশব থেকে, মায়ের আঁচল, বাবার লাল চোখ
মিটে যায় মধ্যগগনে ঐ জীবনের দায়িত্বশোক।
কন্যাপ্লাবন।
এসো ভেসে থাকি আদরঘ্রাণে, এসো সুখকন্ঠে গান গাই
প্রিয়তমা ভোরভ্রমণের বিচ্ছেদে ভাবাই।
আদিম গুহা টান।
মুরগি থেকে মাছ, সবই ভর্তি স্মৃতির আবেগে এখনও রোজ
রাখনি কুড়ি বছরে তুমি যুবতি প্রেমের খোঁজ।
লিপস্টিকে পান।


এসো প্রিয় স্পর্শ, শহুরে গন্ধে বন্য করে দাও যাপিত সুখ
ফিরছি শহরে মেহগিনি হতে, আমার যে ছন্দেরই অসুখ।