যখন এসে দাঁড়ালাম
বইমেলার প্রান্তরে,
লেগে আছে গায়ে শিশিরবিদায়।
সেই ঘন্টার ধ্বনি, কান্নার শব্দ
এখনও স্পষ্ট।

উৎসবের গন্ধ
নতুন করে সেজে উঠছে
অষ্টমী নবমীর জন্য।

এসো পুণে থেকে ছুট্টে সুশীলদা,
লিটল ম্যাগ স্টলের টেবিল
অপেক্ষা করছে তোমার হাসি মুখে
একটু ভালোবাসা ভরিয়ে দেবে বলে,
এসো প্রিয়।

ও বলা হয়নি, এবছর তিনটে ভাগে
লিটল ম্যাগ।
নোঙর বসবে কোন দিকে
টেবিল নম্বরটা তো বললে না,

একবার তো হেসে বললে না
ভাই, তুমি যে কী বলো...