বাস এগিয়ে চলে, সরষেক্ষেত পাশে
নরম রোদ, ভালোবাসায় কাছে আসে।


অবুঝ মন শিখে নিয়েছে আদরনামা
হাত ধরেই বুঝেছি, কখনও না থামা।


শীত দুপুরে জয়নগরের মোয়ার স্বাদ
ভেঙে দেয় একসাথে অঙ্গীকারের বাঁধ।


ফেলে আসা দিনের গান আর স্নিগ্ধ তুমি
কমলালেবুর গন্ধ মাখা বালিশে, জন্মভূমি।


ঘুমের আগে রহস্য জেগে আছে রোজ
ওষুধ খেয়েছি! প্রিয়জনই নেয় খোঁজ।


ভালোবাসার টান চোখমুখে আঁকা নদী
স্বপ্নে সাজানো সবটুকু কাছে আসার দ্যুতি।