নির্জন পুকুরের পাশে পাহাড়ে ঝরনা এসে বসলে
পুকুর বমি করে দ্যায় উষ্ণতার জন্য।
কবিতার পঙক্তি ভেবে উড়ে যাওয়া চিল
একসময় বোঝে খাদ্য খাদক আসলে মসনদ লোভেই।
অথচ আকাশের উড়ন্ত বিমান জানে
তাকে নামতেই হবে ইগো শহরে।

ইগোর মাঝে যে মিরজাফার লুকিয়ে
তা সিরাজদৌল্লা না হলে
বোঝা যায় না হাজার দুয়ারির কলকাতায়।

বমি পাচ্ছে প্রচন্ড এই ট্রাফিক জ্যামের গন্ধে,
এখন তো পোড়া পেট্রলের অনেক দাম
অথচ পাগলিটা যখন বমি করছে,
কেউ জানতেই চায়নি কারণটা কী,
শুধুমাত্র খারাপ খাদ্য নাকি জৈবনিক কার্যক্রিয়া।

নির্জন পুকুর জানে, ঐ পাগলি এই পুকুরে নামবে
আর সেই পুরুষ ছবি তুলবে ঝরনার পাহাড়ে,
পুরুষটির গায়ের বমি গন্ধ
মুছিয়ে এক নতুন ইগো শহরের জন্ম দেবে পাহাড়--
অদূর ভবিষ্যতে।