শীত মরসুমে পীঠে-পায়েস-পুলী দীর্ঘসূত্রের সুর
এই অতিমারীতেও জীবন অনন্ত, ভরপুর।
আনন্দ বেয়ে আসে গঙ্গা থেকে মিসিসিপি ছুঁয়ে
পারবে তোমরা ভুখাপেটে হাসি দুয়ে।


আমার না খেলেও চলে, কিন্তু আমার সন্তান মুখ
অপুষ্টির অসুখ, অতৃপ্তির মহামুখ।


কুড়ি টাকার আলু এখন পয়তাল্লিশটাকা মাত্র
রাজনীতির সুরায় আমরা ছাত্র।
এখন কেবল পুঁজিবাদের নেট দুনিয়া কায়েম
কেমন করে বাঁচবে ঢাকি বায়েন!


এক থালা ভাতের জন্য চুরি, ডাকাতি পারব না
পৃথিবী সভ্যতা, লড়াই আমার কিছুতে থামবে না।