ক্রমাগত চেষ্টার পরও সব থেমে গ্যালো।
গিলোটিনে মাথা দেওয়ার মতোই
এলোমেলো কবিতার লাইন
একটা অশ্লীল ওয়েব সিরিজ
লাশের গায়ে জোনাকি এঁকে দিচ্ছে।


একশো পয়তাল্লিশ কোটি ভারতবাসী।
একজনও শ্রোতা নেই।
সকলে বলতে চাইছে, চেঁচিয়ে।
চুরি করতে চাইছে
একে অন্যের বক্তব্য।


কোলাহল চারিদিকে,
মাঝে শুয়ে আছে লাশ।


এসি ঘরের শীতলতা,
রোদ্দুরের চল্লিশ ডিগ্রি
পুকুরের জল,
সব থেমে গ্যাছে।


চেষ্টা থামলেও
জন্ম নিচ্ছে অঙ্কুরিত বীজ।


মানুষ থেকে গাছ জন্মে সবই স্থির।
এলোমেলো তো কবিতারা
জোনাকির অস্থির রাতে, এক টুকরো সমুদ্র...