ইলশেপ্রেমের হিমালয়ে চলো বাণভাসি হই আজ
নাগরিক ভালো হওয়ার ক্রোমোজোমের আশ্বাস।


ভীষণ রকম রাগ হয়ে যায় টাকার কথা তুললে
আমার তুমি আদরনামা, সেই কথাটা ভুললে।


মুখটি দেখাই টিভির স্ক্রিনে, না হলে মোবাইল
দিতেই পারি হাজাররকম নতুন দিনের স্মাইল।


এদিক ফেরো শহরকোণে, মুখটি করো চঞ্চু
তুমি আমার পপিনস সোনা তুমি আমার পঞ্চু।


আশার ভাষায় জ্বলুক আলো, ভালো রাখার কফি
তোমার হাতেই তুলে দেবো সব জীবনের ট্রফি।


বাঁচার হাসি হাসতে চাই আক্রমণের পরেও
শান্তি আসুক দুর্দিনে আমার তোমার ঘরেও...