অমরত্ব নেমে আসছে তুষার ঠোঁটে
চাবুক চা গন্ধের নেশায় কবিতা খুলি—
খুঁজে চলেছে ভাষানাবিক।  ঐতিহ্য।
ছেঁড়া ভয় জানে ছয় পা বাদামী লোভ
আসলে আমার অন্তরকে ঘৃণা দ্যায়—পুরুষ।


ভীষণ অসুখ অমরত্বের এই ফ্ল্যাটবাড়িতে
সবুজ নেই দূষিত শব্দের কোলাহলে,
অনুকরণের মায়ায় সুর লেগে, আবৃত্তিতে
তোমার চামড়ার রং কতটা উদ্ভিদজ
ভাবতে ভাবতেই ঘুমিয়ে থাকি, এ দেশে।


এ মাটি আমার নয়, এ মাটি কারওর নয়,
মাটি সম্পত্তি নয়
তবু আমরা দলিল ও সম্পত্তি নিয়ে
বড়লোক হয়ে উঠি—গরীব মনের খুলিতে।


আনন্দের অসুখ করেছে আজ, চন্দ্রাহত মনে...