আজ সারাদিন নক্ষত্র খুঁজলাম
মাঠ ঘাট নদী বিল
সব একইরকম ছিল।
দিনের আলোয়
ম্লান সেই দেখাশুনো।


অপেক্ষা করতে হলো
গভীর রাত পর্যন্ত।


কী আর করব
দুপুরে তাই পাখিদের সাথে
গল্প করছিলাম।
পাখিরাও ঘরে ফিরেছে
গাছে গাছে।


এখন রাতে নক্ষত্র নয়
পাখিদেরও দেখছি
ডালে ডালে।


কাল আমি ওদের ভাষা শিখব
আজ শিখেছি তীব্র দৃষ্টি
পরের দিন ভালোবাসা
তারপর উড়তে চাওয়ার পাখনা।


নক্ষত্র বলে দিয়েছে
চাহিদা মিটলে খোঁজ করো


রোজ সকালে অপেক্ষা করব
তোমার ডাকের।