গাছের গায়ে ফুল ধরেছে
মনের ফাঁকে বৃষ্টি,
কেমন দিনেও আদরনরম
অপূর্ব এক সৃষ্টি।

সুর উঠেছে সবুজ বনে
দুঃখ গ্যাছে উবে,
গাছের ভিতর বাসাস্বপ্ন
গাছবাগানের টবে।

বীজ কিনেছি হরেকরকম
বাহারি সব নাম,
ভালোবাসার চাদর পেলে
দেবই আনজাম।