নদী তীরে অজস্র ধাঁধা, চোরাবালি
ভালোবাসার আঁচলে মগজ পাঁচালী।


রিয়াসাৎ ভেঙে ফিরছে নবীন যুবা
দিয়ে বাঁশি গান, নগরজীবনে থাবা।


ঘুম আসে ঘর থেকে কাজের মাঝে
নতুন দম্পতি নদী তীরে বাউল সাজে।


খাদ্য খোঁজ লেগে থাকে জোড়া শালিখ
বাসা কার, জন্ম ছানার আসলে কে মালিক!


ঘুম চোখ, সুখ চোখ জেগে থাকে রোজ
জীবনই নিয়েছে পরিযায়ী ভিতর খোঁজ।


এখন শুধুই অংশীদারিত্ব, সুখ বন্টন খেলা
প্রতি বসন্ত দেখে কেবল ভালোবাসার মেলা।